বলিউড অভিনেতা সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের প্রথম সিনেমা ‘নাদানিয়া’ সম্প্রতি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। মুক্তির পর থেকেই ছবিটি দর্শক-সমালোচকদের নানা মন্তব্যের শিকার হচ্ছে। তরুণ এই অভিনেতাকে অনেকেই “নেপো কিড” বলে সমালোচনা করছেন।
এবার নিজের নাতির সিনেমা দেখে বিরক্তি প্রকাশ করেছেন ইব্রাহিমের দাদি, বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘নাদানিয়া’ সম্পর্কে জানতে চাইলে শর্মিলা ঠাকুর সোজাসাপ্টা বলেন, “ছবিটি একদম ভালো হয়নি। যদিও ইব্রাহিমকে দেখতে খুব সুন্দর লেগেছে এবং ওর চেষ্টা ছিল ভালো কিছু করার। কিন্তু ছবিটা আরও ভালো হতে পারত।”
শুধু ইব্রাহিম নয়, তার দাদি নাতনি সারা আলি খানের কাজ নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “সারা ইতোমধ্যেই ভালো কিছু কাজ করেছে। ওর মাঝে ভালো অভিনেত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। ওর কাজ ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে আরও এগিয়ে নিতে পারবে।”
সম্প্রতি ইব্রাহিমকে নিয়ে সমালোচনার মুখে মুখ খুলেছিলেন তার ফুফু সোহা আলি খানও। তিনি ভাইপোকে কাজেই মনোযোগী থাকার পরামর্শ দেন এবং সমালোচকদের এড়িয়ে চলতে বলেন।