Ridge Bangla

অহনার প্রেমিক ছিলেন মেহেদী হাসান হৃদয়, ফাঁস করলেন শামীম হাসান সরকার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান ও অভিনেতা শামীম হাসান সরকার-এর প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই শোবিজে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তবে সেই গুঞ্জনের ইতি ঘটে শামীমের বিয়ের মধ্য দিয়ে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অহনা তাঁর প্রাক্তন প্রেমিক সম্পর্কে কড়া ভাষায় মন্তব্য করলে অনেকে ধরে নেন— সেই ‘প্রাক্তন’ হয়তো শামীমই।

তবে প্রথম থেকেই শামীম এই গুঞ্জন অস্বীকার করে আসছিলেন। এবার বিষয়টি আরও স্পষ্ট করে এক সংবাদ সম্মেলনে তিনি অহনার প্রাক্তন প্রেমিকের নাম প্রকাশ করে দেন।

মঙ্গলবার (৬ মে) নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে ডাকা সংবাদ সম্মেলনে শামীম বলেন,

“অহনার দেওয়া ইন্টারভিউয়ের ক্লিপ কেটে কেটে আমাকে ‘প্রাক্তন জানোয়ার’ ট্যাগ দিয়ে ইনবক্সে পাঠানো হয়েছে, এমনকি বিয়ের পরও। এটা আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক। অথচ সেই ‘প্রাক্তন জানোয়ার’ আমি নই।”

তিনি আরও যোগ করেন,

“অহনা নাম বলেনি ঠিকই, কিন্তু সে বলেছে, যার সঙ্গে ৬–৭ বছরের সম্পর্ক ছিল, তাকেই সে গালাগাল করেছে। আমি তো ততদিন তার জীবনে ছিলামই না। সেই ব্যক্তির নাম মেহেদী হাসান হৃদয়, যিনি ‘বরবাদ’ সিনেমার পরিচালক। আমি অহনার সঙ্গে শুধু বন্ধুত্ব করেছি। সে তখনও হৃদয়ের সঙ্গে সম্পর্কে ছিল, সম্ভবত সেই কারণেই আমার সঙ্গে সম্পর্কটা আর এগোয়নি।”

এই বক্তব্যের পর শোবিজে শুরু হয়েছে নতুন করে আলোচনা। মেহেদী হাসান হৃদয় এবং অহনা রহমান দুজনের পক্ষ থেকেই এখনো কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।

শামীমের এই বক্তব্যে তার নিজের অবস্থান পরিষ্কার হলেও, অহনার দেওয়া সাক্ষাৎকারের ভাষা এবং শামীমের এই উন্মোচন— উভয় মিলে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই ত্রিমুখী সম্পর্কের গল্প।

আরো পড়ুন