আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এর দ্বিতীয় গান ‘লিচুর বাগান’ ইউটিউবে প্রকাশ পেয়েছে এবং মুক্তির পরই তা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। ৩ মিনিট ২৮ সেকেন্ড দৈর্ঘ্যের এই গানে মেগাস্টার শাকিব খান ও অভিনেত্রী সাবিলা নূরকে দেখা যায় জমজমাট রোমান্সে। গানটি নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফী।
গানটির শুরুতে সাবিলা নূরকে দেখা যায় বিয়ের পালকিতে এক বোল্ড লুকে। এরপর পুরো গানজুড়ে গ্রামবাংলার রঙিন পরিবেশে শাকিব-সাবিলার রোমান্সে ফুটে উঠেছে উৎসবমুখর এক আবহ। ‘কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে’ শিরোনামের গানটি গেয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান।
গানটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছে। একজন দর্শক মন্তব্য করেন, “শাকিব খান মানেই চমক! গানেও সেটার প্রমাণ দিলেন।” আরেকজন লেখেন, “লিরিক্সে গ্রামবাংলার ঐতিহ্য উঠে এসেছে, চোখে লেগে থাকার মতো।”
‘তাণ্ডব’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে। রায়হান রাফীর পরিচালনায় ছবির চিত্রনাট্য লিখেছেন তিনিই, সঙ্গে ছিলেন আদনান আদিব খান। ছবিতে শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।
গান, টিজার ও তারকাবহুল উপস্থিতির মাধ্যমে সিনেমাটি ইতোমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। এখন শুধু অপেক্ষা ছবিটি মুক্তির, যেখানে রহস্য, রোমান্স এবং রাফী স্টাইলে থাকবে চমক একসঙ্গে।