ঢালিউডে প্রতিদ্বন্দ্বিতার গুঞ্জন ও ভক্তদের তুমুল বিতর্কের অবসান ঘটল অবশেষে। সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে একসঙ্গে দেখা গেছে ‘তাণ্ডব’ ছবির নির্মাতা ও প্রযোজকদের সঙ্গে তোলা একটি ছবিতে।
গত কয়েক ঈদে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে ‘বরবাদ’ ও ‘দাগি’র মতো ছবিতে আসায় শাকিব ভক্তদের কটাক্ষের শিকার হন নিশো। তবে এবার তাদের সম্পর্কের বরফ গলেছে বলেই মনে করছেন অনেকে।
মঙ্গলবার (৩ জুন) রাতে ‘তাণ্ডব’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন, যেখানে হাস্যোজ্জ্বল মুখে শাকিব খানকে আফরান নিশোর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিতে আরও উপস্থিত ছিলেন পরিচালক রায়হান রাফী, রেদওয়ান রনি ও জাবেদ সুলতান পিয়াস। ক্যাপশনে শাকিল লেখেন, “ব্রাদার”, আর রাফী লেখেন #তাণ্ডব।
ছবিটি প্রকাশ্যে আসার পরপরই ঢালিউডে শুরু হয় আলোচনার ঝড়। অনেকেই মনে করছেন, শাকিব ও নিশোর মধ্যে চলমান দূরত্ব ও মনোমালিন্যের অবসান ঘটেছে। কেউ কেউ আবার ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি বলেও মন্তব্য করেন।
তবে ছোট পর্দার তারকা সিয়াম নাসির একটি পোস্টে লেখেন, “যাক, তাহলে মিটমাট। এবার ভক্তদের যুদ্ধের অবসান। এক ফ্রেমে দুইজনকে দেখে ভালো লাগছে। এভাবেই ঢালিউড এগিয়ে যাক।”
চলতি ঈদে সিনেমাপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা।