Ridge Bangla

‘তাণ্ডব’ চালালেন শাকিব খান

সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর টিজার প্রকাশ পেয়েছে রোববার (১৮ মে)। নির্মাতা রায়হান রাফি তার ব্যক্তিগত ফেসবুক পেজে টিজারটি প্রকাশ করার পরপরই তা নেটদুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। একই সঙ্গে শাকিব খানও একটি উচ্ছ্বসিত বার্তায় টিজারটি শেয়ার করেন।

শাকিব খান তার ক্যাপশনে লেখেন, “সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে! বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন! বহু প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এর পূর্বাভাস এসেছে। এই ঈদুল আযহায় সবাইকে নিজ এলাকার প্রেক্ষাগৃহে উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি। কারণ তাণ্ডব আসছে।”

টিজারে দেখা যায়, মুখোশ পরা একদল সশস্ত্র ব্যক্তি একটি ভবনে ঢুকে সবাইকে জিম্মি করে ফেলে এবং পরিকল্পিতভাবে ভবনটি দখল করে নেয়। একপর্যায়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় গম্ভীর কণ্ঠে ঘোষণা—“তাণ্ডব আসছে। সবাইকে ঘরে অবস্থান করতে অনুরোধ করা হচ্ছে।”

টিজারের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে মুখোশ খুলে দাঁড়ান গ্যাংয়ের প্রধান চরিত্রে থাকা শাকিব খান। একই টিজারে এক ঝলকে দেখা যায় অভিনেত্রী জয়া আহসানকেও। পুরো টিজারে রহস্য, উত্তেজনা এবং অ্যাকশনের দারুণ সংমিশ্রণ দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই আলোচনার ঝড় তোলে। সিনেমাটি এই ঈদুল আযহায় মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন