Ridge Bangla

শ্রমিকদের প্রতি সম্মান জানালেন শাকিব খান

আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি শুটিং ইউনিটের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা পর্দার আড়ালে থেকে নিরলসভাবে কাজ করে যান।

পোস্টে শাকিব খান লেখেন, “দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে যারা নিরলসভাবে কাজ করে যান, তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে তাদের নিঃশব্দ শ্রম থাকে। প্রযোজক, পরিচালক কিংবা অভিনেতাদের বসার চেয়ার এগিয়ে দেওয়া থেকে শুরু করে লাইট বসানো, সেট তৈরি কিংবা খাবার পরিবেশন—সবকিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য এক ছায়ার মতো।”

তিনি আরও বলেন, “একটি ভালো চলচ্চিত্র নির্মাণে এসব শ্রমিকদের অবদান অপরিসীম। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো চলচ্চিত্রই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমি শ্রদ্ধা জানাই এসব শুটিংকর্মীসহ পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার পরিশ্রমী মানুষদের, যারা নীরবে নিভৃতে নিজেদের শ্রম দিয়ে আমাদের কাজগুলো সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তোলেন।”

উল্লেখ্য, শাকিব খানের অভিনীত নতুন চলচ্চিত্র ‘বরবাদ’ বর্তমানে দেশের বিভিন্ন সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম ও মিশা সওদাগর।

আরো পড়ুন