Ridge Bangla

বাংলা সিনেমার জয়যাত্রা নিয়ে আশাবাদী শাকিব খান

বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার অভিনীত সিনেমা ‘বরবাদ’ ঈদুল ফিতরে একসঙ্গে ছয়টি সিনেমা মুক্তি পাওয়া সত্ত্বেও দেশব্যাপী দারুণ সাড়া ফেলেছে। শুধু দেশেই নয়, বিদেশের প্রেক্ষাগৃহেও ছবিটি সাফল্য অর্জন করেছে।

এমন সাফল্যের প্রেক্ষিতে শাকিব খান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লিখেছেন, “গৌরবের ৫০ দিন: বক্স অফিসে ‘বরবাদ’-এর জয়জয়কার। ৫০ দিন পূর্ণ করল ‘বরবাদ’! ইন্ডাস্ট্রি হিট এই সিনেমা এখনও দাপটের সঙ্গে চলছে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে।”

তিনি আরও বলেন, “দর্শকদের ভালোবাসায় ‘বরবাদ’-এর এই অসাধারণ সাফল্য। আমার এবং ‘বরবাদ’ টিমের পক্ষ থেকে সকল দর্শকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চলতে থাকুক বাংলা সিনেমার এই জয়যাত্রা।”

এই পোস্টের মাধ্যমে বাংলা সিনেমার অগ্রযাত্রা নিয়ে নিজের ইতিবাচক দৃষ্টিভঙ্গিই তুলে ধরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

উল্লেখ্য, দীর্ঘ অভিনয়জীবনে শাকিব খান উপহার দিয়েছেন একাধিক হিট সিনেমা। তার ঝুলিতে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটটি মেরিল-প্রথম আলো পুরস্কার, তিনটি বাচসাস পুরস্কার এবং চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার।

বর্তমানে তিনি নতুন কয়েকটি চলচ্চিত্র প্রকল্প নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি দেশের চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করতে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। শাকিবের বিশ্বাস, দর্শকদের সমর্থন থাকলে বাংলা সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে আরও সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারবে।

আরো পড়ুন