Ridge Bangla

শাকিব খান লঙ্কায়, সঙ্গে কে? উঠছে নানা প্রশ্ন

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বড় পর্দায় ঝড় তুলতে প্রস্তুত হচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’। ইতোমধ্যেই সিনেমাটি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। তবে ঈদের আগে হঠাৎ করেই শুক্রবার সকালে শাকিব খান উড়াল দিয়েছেন শ্রীলঙ্কার উদ্দেশে। সিনেমার গানের দৃশ্য এবং অ্যাকশন সিকোয়েন্স ধারণ করতেই এবার তার গন্তব্য লঙ্কা দ্বীপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সফরে তার সঙ্গী কে?

জানা গেছে, শাকিবের সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। আরও রয়েছেন সিনেমার অ্যাকশন পরিচালক, টেকনিশিয়ান, ক্যামেরাম্যানসহ পুরো ‘তাণ্ডব’ ইউনিট। সিনেমার প্রায় ৭০ শতাংশ শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণের পর এখন চলছে বিদেশি অংশের কাজ।

‘তাণ্ডব’-এর ফার্স্টলুক প্রকাশের পরই নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। কেউ বলছেন, “এটা কি শাকিব, না কি মার্ভেলের সুপারহিরো?” কারণ তার নতুন লুক যেন সম্পূর্ণ ভিন্নরূপে ধরা দিয়েছে। সবচেয়ে বড় চমক হচ্ছে,দীর্ঘ এক যুগ পর আবার পর্দায় ফিরছেন শাকিব-জয়া জুটি। জয়া আহসান জানিয়েছেন, “শাকিবের কাজের প্রতি এখন অসম্ভব ডেডিকেশন। তিনি চরিত্রে একেবারে ঢুকে কাজ করছেন।”

নির্মাতা রায়হান রাফী এখনো মুক্তির তারিখ নিয়ে কিছু বলেননি, তবে প্রযোজকরা জানিয়েছেন, এই ঈদেই ‘তাণ্ডব’ মুক্তির সম্ভাবনা খুবই বেশি। এখন শুধু অপেক্ষা সিনেমা হলে সেই তাণ্ডব দেখার!

 

 

আরো পড়ুন