Ridge Bangla

আশুলিয়ায় ভয়াবহ লোডশেডিং

আশুলিয়া ও আশপাশের এলাকায় টানা লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিশেষ করে রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত টানা বিদ্যুৎ না থাকায় ঘুম, নিরাপত্তা ও স্বাস্থ্যব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ছে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।

স্থানীয়দের অভিযোগ, বাইপাইল, জামগড়া, আরিচা রোড ও নবীনগরসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে গভীর রাতে, যখন বিদ্যুৎ বিভ্রাট তিন থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হচ্ছে।

এক গার্মেন্টস শ্রমিক বলেন, “সারাদিন কাজের পর রাতে ঘুমাতে পারি না। গরমে ঘুমানো অসম্ভব হয়ে যায়, সকালে কাজে যেতেও কষ্ট হয়।”

শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রেও দেখা দিয়েছে একই দুর্ভোগ। ঘরের ভেতরে থাকা যাচ্ছে না, আবার বাইরে অন্ধকারে নিরাপত্তাহীনতার আশঙ্কা বাড়ছে।

এক দোকানি বলেন, “রাতভর বিদ্যুৎ না থাকায় দোকান ও গোডাউনের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। চুরি বা ডাকাতির ঝুঁকি বেড়েছে। জেনারেটর ব্যবহার করছেন কেউ কেউ, কিন্তু তা সবার পক্ষে সম্ভব নয়।”

এ বিষয়ে আশুলিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের এক কর্মকর্তা জানান, “জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় এলাকাভিত্তিক লোডশেডিং দিতে হচ্ছে। ডিইপিজেড এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখতে আমাদের এই ব্যবস্থা নিতে হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি রাতের লোডশেডিং সীমিত রাখতে। অচিরেই পরিস্থিতির উন্নতি হবে।”

আরো পড়ুন