Ridge Bangla

মে মাসে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা

আসন্ন মে মাস জুড়ে দেশে তীব্র তাপপ্রবাহ এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৩০ এপ্রিল) এক পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান। তিনি বলেন, মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে ১-২টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ফলে উপকূলীয় অঞ্চলে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সম্ভাব্য আবহাওয়ার বিবরণ

তাপপ্রবাহ

  • দেশের কোথাও কোথাও ১-৩টি মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৭.৯°C)

  • মাঝারি তাপপ্রবাহ (৩৮-৩৯.৯°C)

  • ১-২টি তীব্র তাপপ্রবাহ (৪০°C-এর বেশি) বয়ে যেতে পারে।

কালবৈশাখী ঝড় ও বৃষ্টি

  • ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড়

  • ৩-৫ দিন হালকা কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা

তাপমাত্রা

  • দিনের তাপমাত্রা স্বাভাবিক,

  • রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলছেন, মে মাসে আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল থাকে। কৃষক, জেলে, ভ্রমণকারী ও উপকূলীয় জনগণকে পূর্ব সতর্কতা ও আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে।

আরো পড়ুন