Ridge Bangla

আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় ওসিসহ আহত ৭

যশোরের চৌগাছা উপজেলায় আসামি ধরতে গিয়ে দুই দফা হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এই ঘটনায় অফিসার ইনচার্জ (ওসি) সহ সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার এক আসামিকে ধরতে এসআই মেহেদী হাসান মারুফ ও উত্তম ফোর্সসহ মাকাপুর গ্রামে অভিযান চালান এবং সিয়াম নামে এক আসামিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের সময় স্থানীয় কিছু দুর্বৃত্ত পুলিশ সদস্যদের কাজে বাধা দেয় এবং হামলার মাধ্যমে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

তবে আসামিকে নিয়ে ফেরার পথে পুলিশ সদস্যদের ওপর আবারও হামলা চালায় দুর্বৃত্তরা। এই হামলায় ওসিসহ সাতজন আহত হন। তাঁদের মধ্যে এএসআই লাভলু গুরুতর আহত হওয়ায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।

আরো পড়ুন