Ridge Bangla

মাইক্রোক্রেডিট নামে আলাদা ব্যাংক হবে: প্রধান উপদেষ্টা

মাইক্রোক্রেডিট খাতে একটি পৃথক ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “মাইক্রোক্রেডিট নামে আলাদা ব্যাংক করতে হবে। এজন্য নতুন ব্যাংক আইন তৈরি করা প্রয়োজন।” তিনি আরও বলেন, “এই মাইক্রোক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসার ব্যাংক। এটি কোনো বাণিজ্যিক ব্যাংক হবে না এবং মালিক এতে থেকে মুনাফা অর্জন করতে পারবে না।”

ড. ইউনূস বলেন, “এই ব্যাংক মানুষকে উদ্যোক্তা হতে সহায়তা করবে। মানুষ মাত্রই উদ্যোক্তা—এই বিশ্বাস নিয়ে কাজ করলে বেকারত্ব অনেকটাই কমে যাবে। তখন কেউ চাকরি খুঁজবে না, বরং সবাই নিজেই কর্মসংস্থানের পথ তৈরি করবে।”

আরো পড়ুন