আগামী ১৭ ও ২৪ মে (শুক্রবার) দেশের সব স্কুল-কলেজ খোলা থাকবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (১৪ মে) মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী পরিচালক মো. খালিদ হোসেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ১০ ও ১১ জুন সরকারি ছুটি থাকবে। এই ছুটির কারণে দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আগামী ১৭ ও ২৪ মে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।