Ridge Bangla

কানাডার ছাড়পত্র পেলেন সামিত সোম

বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নে আরও একধাপ এগিয়ে গেলেন কানাডার জাতীয় দলের সাবেক ফুটবলার সামিত সোম। বৃহস্পতিবার (১ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে, কানাডা ফুটবল ফেডারেশন থেকে সামিতের অনাপত্তিপত্র (NOC) পাওয়া গেছে।

মাত্র তিন সপ্তাহ আগে শুরু হওয়া প্রক্রিয়ার এত দ্রুত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে বাফুফে। সহ-সভাপতি ফাহাদ করিম জানান, “আমরা ভেবেছিলাম এটা পেতে আরও সময় লাগবে। হামজার ক্ষেত্রে প্রায় এক মাস লেগেছিল। আলহামদুলিল্লাহ, আজ সকালেই পেয়ে গেছি।”

বাংলাদেশের হয়ে মাঠে নামার জন্য সামিতের এখন শুধু দুটি ধাপ বাকি—বাংলাদেশের পাসপোর্ট পাওয়া এবং ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন। জানা গেছে, সামিত আগামী দুই-তিন দিনের মধ্যেই কানাডায় বাংলাদেশ হাইকমিশনে গিয়ে পাসপোর্টের জন্য আবেদন করবেন।

তার বাবা-মা উভয়েই বাংলাদেশি হওয়ায় পাসপোর্ট পাওয়ায় কোনো জটিলতা না থাকার কথা। ঠিক যেমনটি হয়েছিল ইংল্যান্ডে জন্ম নেওয়া হামজা চৌধুরীর ক্ষেত্রে। তিনি ইংল্যান্ডে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করার পরপরই পাসপোর্ট পান এবং গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক করেন।

সামিত সোম এরই মধ্যে কানাডার হয়ে দুটি ম্যাচ খেলেছেন। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী, বয়সভিত্তিক ও বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেললে জাতীয়তা পরিবর্তন করে অন্য দেশের হয়ে খেলার সুযোগ থাকে, যা তার ক্ষেত্রে প্রযোজ্য।

বাংলাদেশ আগামী ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে। এই ম্যাচের জন্য ফিফার খেলোয়াড় নিবন্ধনের শেষ সময় ৩ জুন। তার আগেই যদি পাসপোর্ট ও ফিফার ছাড়পত্র মিলিয়ে যায়, তাহলে সেদিনই লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে পারে সামিতের।

তবে হামজার মতো সামিতকেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় কি না, এখন সেটাই দেখার বিষয়।

আরো পড়ুন