Ridge Bangla

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করে আলোচনায় সামান্থা

বিচ্ছেদের প্রায় চার বছর পর আবারও আলোচনার কেন্দ্রে দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। প্রাক্তন স্বামী নাগা চৈতন্য এখন অভিনেত্রী শোবিতা ধুলিপালার সঙ্গে সম্পর্ক নিয়ে শিরোনামে থাকলেও, এবার সামান্থা নিজেই আলোচনার মূল প্রতিপাদ্য।

সম্প্রতি নিজের প্রযোজিত নতুন ছবি ‘শুভম’-এর সাফল্যে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেন সামান্থা। ছবিগুলোর মধ্যে একটি বিশেষ ছবি সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দেয়—সেখানে দেখা যায়, তিনি দক্ষিণী পরিচালক রাজ নিদিমারু-এর কাঁধে মাথা রেখে হাসিমুখে পোজ দিচ্ছেন। এই ছবি প্রকাশের পর থেকেই ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ওঠে, সামান্থা নতুন প্রেমে মজেছেন।

ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, সামান্থা ও রাজ নিদিমারু গত এক বছর ধরেই সম্পর্কে রয়েছেন। কিছুদিন আগে তাদের তিরুমালা মন্দিরে একসঙ্গে যাওয়ার খবরও ভাইরাল হয়েছিল।

তবে এই প্রেমের জল্পনার মধ্যেই সামান্থা স্পষ্ট করে জানান, তার “নতুন শুরু” বলতে বোঝানো হয়েছে প্রযোজক হিসেবে নতুন ক্যারিয়ার গড়ে তোলার কথা। প্রেম নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, সামান্থা ও নাগা চৈতন্যর প্রেম শুরু হয়েছিল ২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’ ছবির সেটে। তারা ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২১ সালে বিচ্ছেদ ঘটে।

সামান্থার ঘনিষ্ঠতা নিয়ে অনুরাগীদের প্রতিক্রিয়া ইতিবাচক। অনেকেই বলছেন, “নতুন করে জীবন শুরু করাই ভালো, সামান্থা তার প্রাপ্য সুখ পাক।”

আরো পড়ুন