জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির সম্প্রতি জানিয়েছেন, তিনি ভবিষ্যতে বাংলাদেশ ছেড়ে বিদেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। এক ইভেন্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান বলেন, “আমার আরও বড় হওয়ার শখ ও লক্ষ্য আছে। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাল্লাহ।”
দেশ নিয়ে কথা বলার প্রসঙ্গে সালমান জানান, “আমি এখন বাংলাদেশে থাকি, তাই দেশ নিয়ে কথা বলি। তবে যখন দেশে থাকব না, তখন দেশের বিষয়ে কথা বলার অধিকার থাকবে না, তাই তখন আর বলবও না।”
তিনি বলেন, দেশ ছাড়ার এই সিদ্ধান্ত আবেগপ্রবণ নয়, বরং বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়েছে। “আমি অনেক আগেই বলেছি, যখন আমার সব শখ ও স্বপ্ন পূরণ হবে, তখন আমি বিদেশে চলে যাব। বিষয়টি একেবারেই বাস্তবিক। বাইরে পরিবার গঠন, জীবনযাত্রা ও পরিবেশ অনেক উন্নত। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিদেশে যাওয়ার, এখন সেটিই আমার লক্ষ্য।”
তবে নিজের দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি আরও বলেন, “বিদেশে গিয়ে যদি দেশের জন্য কিছু করার সুযোগ থাকে, আমি সেটিও করব।”
সালমান মুক্তাদিরের এই বক্তব্য সামাজিকমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে তার ব্যক্তিগত অগ্রগতির প্রয়াস হিসেবে দেখছেন, কেউবা আবার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন।