Ridge Bangla

সালাহউদ্দিন আহমেদ গুম মামলায় শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (৩ জুন) তিনি নিজে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে এই অভিযোগপত্র জমা দেন।

সাংবাদিকদের সামনে সালাহউদ্দিন বলেন, “গুম ও খুনের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে বিচার প্রার্থনা করেছি।” তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় পার হলেও তাঁর গুমের ঘটনায় এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, “যারা গুমে জড়িত, তাদের বিচার নিশ্চিত করতে হবে। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের শাস্তি কার্যকর করতে হবে এবং যারা পলাতক, তাদের আইনের আওতায় আনতে হবে।” তিনি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের নাম উল্লেখ করে বলেন, “তাকেও বিচারের আওতায় আনতে হবে।”

নিজ গুমের প্রসঙ্গে সালাহউদ্দিন জানান, ২০১৫ সালের ১০ মার্চ রাত ১০টার দিকে উত্তরা থেকে তাঁকে অস্ত্রধারী ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়। এরপর ৬১ দিন নিখোঁজ থাকার পর তাঁকে ভারতের শিলংয়ে পাওয়া যায়। তিনি দাবি করেন, যে স্থানে তাঁকে বন্দি করে রাখা হয়েছিল, তার বিস্তারিত তথ্য তিনি ট্রাইব্যুনালকে দিয়েছেন।

এর আগে, ২০২৩ সালের ১৫ অক্টোবর গুম সংক্রান্ত একটি কমিশনে অভিযোগ করেছিলেন তিনি। ভারতের শিলংয়ে ফরেনার্স অ্যাক্টে গ্রেপ্তার হয়ে খালাস পাওয়ার পরও ভারত সরকারের আপিলের কারণে দীর্ঘদিন আটকে থাকতে হয় তাকে। ২০২৪ সালের ৫ আগস্ট তিনি বাংলাদেশে ফেরেন।

এই অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

আরো পড়ুন