বলিউড তারকা সাইফ আলী খানের বড় ছেলে ইব্রাহিম আলী খান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, তার বাবা এখন কারিনা কাপুরের সঙ্গে খুবই সুখী জীবন কাটাচ্ছেন। জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এই সাক্ষাৎকারে ইব্রাহিম বলেন, “বাবা এখন বেবোর (কারিনা কাপুর খান) সঙ্গে অনেক সুখী। আমার দুই ভাই তৈমুর ও জাহাঙ্গীর চমৎকার এবং বেশ দুষ্টু। আর আমার মা (অমৃতা সিং) অসাধারণ একজন মানুষ, তিনি আমাকে খুব যত্নে রাখেন। আমি মায়ের সঙ্গেই থাকি।”
সাইফ ও অমৃতার বিচ্ছেদ প্রসঙ্গে ইব্রাহিম জানান, “তখন আমি মাত্র চার বা পাঁচ বছর বয়সী ছিলাম, তাই খুব বেশি কিছু মনে নেই। সম্ভবত, আমার বোন সারা এটা বেশি উপলব্ধি করেছে। তবে আমি মনে করি, আমার বাবা–মা ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। কারণ আমি তাদের কখনো ঝগড়া করতে বা মেজাজ হারাতে দেখিনি।”
উল্লেখ্য, ১৯৯১ সালে সাইফ আলী খান বয়সে ১০ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন। তাদের সংসারে জন্ম নেয় সারা আলী খান ও ইব্রাহিম আলী খান। তবে ২০০৪ সালে এই দম্পতির বিচ্ছেদ হয়। পরে ২০১২ সালে সাইফ কারিনা কাপুরকে বিয়ে করেন, যাদের ঘরে জন্ম নেয় তৈমুর ও জাহাঙ্গীর।
অভিনয়জগতে পা রেখেছেন ইব্রাহিমও। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর, তিনি ‘নাদানিয়ান’ ছবির মাধ্যমে ৭ মার্চ বলিউডে অভিনেতা হিসেবে অভিষেক করেন। যদিও তার অভিনয় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। শিগগিরই করণ জোহর প্রযোজিত ‘শারজামিন’ সিনেমায় তাকে দেখা যাবে।