Ridge Bangla

একদিনে রেকর্ড সংখ্যক ৭৮০ যুদ্ধবন্দিকে মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন

সাড়ে তিন বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ৭৮০ জন যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুই দেশই সামরিক ও বেসামরিক যুদ্ধবন্দিদের মুক্তি দেয়। রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৩৯০ জন ইউক্রেনের এবং বাকি ৩৯০ জন রাশিয়ার নাগরিক। উভয় পক্ষই ২৭০ জন করে সেনাসদস্য এবং ১২০ জন করে বেসামরিক বন্দিকে মুক্ত করেছে।

সম্প্রতি তুরস্কে আয়োজিত বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে হওয়া সমঝোতার অংশ হিসেবে এই বন্দিমুক্তি কার্যকর করা হয়েছে। আলোচনায় দুই দেশই ৫০০ জন করে মোট ১ হাজার বন্দিকে মুক্তি দেওয়ার বিষয়ে একমত হয়।

শুক্রবার ছাড়া বাকি ২২০ জন বন্দিকে শনিবার ও রোববার পর্যায়ক্রমে ছেড়ে দেওয়ার কথা রয়েছে।

যুদ্ধবন্দি বিনিময়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “মস্কো ও কিয়েভের এই পারস্পরিক সমঝোতা ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। হয়তো এটি বড় কোনো শান্তির খবরে রূপ নেবে।”

এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে, যা যুদ্ধের অবসানের আশার আলো জাগায়।

আরো পড়ুন