টলিপাড়ায় আবারও বিচ্ছেদের গুঞ্জন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে টলিপাড়ার ‘মোস্ট হ্যাপেনিং কাপল’ হিসেবে পরিচিত যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। সূত্র বলছে, তাঁদের সম্পর্ক নাকি এখন আর আগের মতো নেই—দূরত্ব তৈরি হয়েছে।
সম্প্রতি মুক্তি পাওয়া তাঁদের প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘আড়ি’তে প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে যশ-নুসরতকে একসঙ্গে হাসিখুশি দেখা গেলেও হঠাৎ করে সম্পর্ক নিয়ে এমন আলোচনা কেন?
গুঞ্জনের সূত্রপাত ইনস্টাগ্রামে। তাঁদের অনুরাগীরা লক্ষ্য করেন, যশ ও নুসরত একে-অপরকে আনফলো করে দিয়েছেন। এরপর থেকেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—তাদের সম্পর্ক কি ভেঙে যাচ্ছে?
নেটিজেনদের পাশাপাশি টলিপাড়ার অন্দরেও শুরু হয়েছে কানাঘুষা। এর মধ্যেই দুজনের সোশ্যাল মিডিয়া পোস্ট আরও সন্দেহ উস্কে দিচ্ছে। যশ তার ইনস্টাগ্রামে লিখেছেন, “দিনের শেষে তুমিই তোমার একমাত্র ভরসা।” সেইসঙ্গে বড় ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। অন্যদিকে, নুসরত ছেলেকে নিয়ে ছবি পোস্ট করেছেন আলাদা করে।
এমন পোস্ট এবং একে-অপরকে আনফলো করার বিষয়টি তাঁদের বিচ্ছেদের গুঞ্জনকে আরও শক্তিশালী করছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত যশ বা নুসরত কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।