পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্ষীয়ান নেতা ও সাবেক বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিয়ে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। সম্প্রতি তিনি ঘরোয়া আয়োজনে রিঙ্কু মজুমদারকে বিয়ে করেছেন। এ খবর প্রকাশ্যে আসতেই নিজের বিয়ে নিয়ে মন্তব্য করেছেন অভিনেতা ও বিজেপি কর্মী রুদ্রনীল ঘোষ।
দিলীপ ঘোষের বয়স ৬১ পেরিয়ে গেছে। বয়সের এমন একটি সময়ে এসে সংসার পাতলেন তিনি। আর এই বিয়ে রুদ্রনীলকে খানিকটা ভাবিয়ে তুলেছে। ৫০-এর কোঠায় পৌঁছে যাওয়া এই অভিনেতা এখনও অবিবাহিত। তবে এবার তিনি জানালেন, বিয়ে করার প্রবল ইচ্ছা রয়েছে তারও।
রুদ্রনীল বলেন, “দিলীপদা বা কাঞ্চন মল্লিক— যেই বিয়ে করছেন, তাদের প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে। কিন্তু তারা কেউই আমাকে বিয়ের জন্য অনুপ্রাণিত করতে পারেননি।”
তবে বিয়ে করতে চান, এ কথাও স্পষ্ট করে দেন অভিনেতা। বলেন, “আন্দোলন, বিপ্লব— এসব এখন চলছে। পশ্চিমবঙ্গের মুখটা উজ্জ্বল হোক আগে। সময় এলে বিয়ে করব।”
কেমন জীবনসঙ্গী চান রুদ্রনীল?—এমন প্রশ্নে তিনি জানান, পেশা যা-ই হোক না কেন, হবু সঙ্গীকে অবশ্যই কর্মরত হতে হবে। দিলীপ ঘোষের বিয়েতে অনুপ্রেরণা না পেলেও, রুদ্রনীলের কথায় স্পষ্ট তিনি নিজেও বিয়ের সিদ্ধান্তের দিকে ধীরে ধীরে এগোচ্ছেন।