৭৮তম কান চলচ্চিত্র উৎসবে অনারারি পাম দ’অর পুরস্কার গ্রহণকালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করলেন হলিউড কিংবদন্তি রবার্ট ডি নিরো। উৎসবের উদ্বোধনী দিনে (১৩ মে) এই সম্মানজনক পুরস্কার তার হাতে তুলে দেন আরেক খ্যাতনামা অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।
পুরস্কার গ্রহণের পর বক্তব্যে ডি নিরো বলেন, “আমার দেশে আমরা এখন গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য মরিয়া লড়াই করছি—যেটা একসময় স্বাভাবিক ছিল। এটা কেবল আমেরিকার সংকট নয়, বরং বৈশ্বিক সংকট। শিল্প সত্য ও বৈচিত্র্যের পক্ষে কথা বলে, আর এই কারণেই আজ শিল্প হুমকির মুখে।”
তিনি সরাসরি ট্রাম্পকে ‘বৈশ্বিক হুমকি’ আখ্যা দিয়ে বলেন, “তার কার্যকলাপ শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা পৃথিবীর জন্য বিপজ্জনক।”
সম্প্রতি ট্রাম্পের ঘোষিত নতুন নীতিমালার আওতায় যুক্তরাষ্ট্রে নির্মিত নয় এমন সব সিনেমার ওপর ১০০% শুল্ক আরোপ করা হয়েছে। এই বিষয়ে ডি নিরো বলেন, “সৃজনশীলতার কোনো মূল্য ট্রাম্প বোঝেন না। বরং শিল্পকে শাস্তি দেওয়ার চেষ্টা করছেন। এটা শুধু অগ্রহণযোগ্য নয়, এটি একটা বৈশ্বিক সংকট।”
ট্রাম্পের সমালোচনার আরও একটি দিক তুলে ধরে ডি নিরো বলেন, “আমেরিকার অসাংস্কৃতিক প্রেসিডেন্ট এখন নিজেকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান—কেনেডি সেন্টার—এর প্রধান বানিয়ে নিয়েছেন। তিনি বাজেট কাটছেন মানবিক জ্ঞান, শিল্প ও শিক্ষাখাতে। এটি গভীর উদ্বেগের বিষয়।”
বক্তব্যের শেষদিকে ডি নিরো উপস্থিত সবাইকে আহ্বান জানান:
“সহিংসতা নয়, কিন্তু গভীর আবেগ ও সংকল্প নিয়ে আমাদের সংগঠিত হতে হবে, প্রতিবাদ করতে হবে, এবং ভোট দিতে হবে।”
ডি নিরোর এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ট্রাম্পের নতুন ট্যারিফ নীতির কারণে বিশ্বজুড়ে চলচ্চিত্র ও প্রযুক্তি খাতে উদ্বেগ সৃষ্টি হয়েছে।