Ridge Bangla

দূষণ ও দখল ঠেকাতে শিক্ষার্থীদের রুখে দাঁড়ানোর আহ্বান রিজওয়ানার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিক্ষার্থীদের জলাশয় ও বনভূমি দখল ঠেকাতে এবং প্লাস্টিক দূষণ, শব্দদূষণ, বন উজাড় ও জলবায়ু সংকটের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি।

রিজওয়ানা বলেন, শিক্ষা মানে শুধু ডিগ্রি অর্জন নয়। এটি সত্য, ন্যায় ও পরিবেশ রক্ষার প্রতি গভীর দায়বদ্ধতা। তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন, শিক্ষাকে কেবল উপার্জনের জন্য ব্যবহার না করে বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজ বদল, দেশ গঠন এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার হিসেবে কাজে লাগাতে।

তিনি শিক্ষার্থীদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানান এবং বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় পরিবেশবান্ধব সমাধান উদ্ভাবনে উৎসাহিত করেন। সৈয়দা রিজওয়ানা হাসান তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষার লড়াইকে নারীবাদী আন্দোলনের একটি অংশ হিসেবেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সির্টির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আরো পড়ুন