Ridge Bangla

বিএনপি ক্ষমতায় এলে অভ্যুত্থানের শহীদ ও আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে: রিজভী

বিএনপি ক্ষমতায় এলে জুলাই গণআন্দোলনের সময় শহীদ ও আহতদের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র বহন করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় শহীদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই ঘোষণা দেন।

রিজভী বলেন, “গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাঁদের ত্যাগের কারণেই আজ আমরা রাজনীতি করার সুযোগ পাচ্ছি। তাঁদের ভুলে গেলে চলবে না।” তিনি জানান, শহীদ আরমান মোল্লার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ নিয়েছে।

সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে রিজভী বলেন, “নিহতদের পূর্ণাঙ্গ তালিকা সরকারের কাছে নেই কেন? শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব হলেও বর্তমান সরকার সে দায়িত্ব পালন করেনি।” তিনি আরও বলেন, “বর্তমান সরকার জনগণের সরকার নয়, তাই তাদের দায়িত্ববোধও নেই। শহীদদের প্রতি সম্মান জানাতে হলে রাষ্ট্রকে এগিয়ে আসতেই হবে।”

এই সময় তিনি শহীদ আরমান মোল্লার পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। তার বক্তব্যে আন্দোলনের শহীদদের প্রতি কৃতজ্ঞতা এবং দায়িত্ববোধের একটি স্পষ্ট বার্তা উঠে আসে, যা তিনি আশা করেন ভবিষ্যতে রাষ্ট্রীয় নীতিতে প্রতিফলিত হবে।

আরো পড়ুন