টানা তিন দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে জেলার রাজারহাট ও উলিপুর উপজেলার চরাঞ্চলের বিস্তীর্ণ রবিশস্যের ক্ষেত পানির নিচে তলিয়ে যাচ্ছে।
রাজারহাট উপজেলার থেতরাই ইউনিয়নের চরাঞ্চলে বাদাম, মরিচ, শাক-সবজি ও পাটের খেত হঠাৎ করেই পানিতে ডুবে গেছে। বিশেষ করে কিশোরপুর এলাকার বাদাম ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। অনেক কৃষক অপরিপক্ব ফসল তুলতে বাধ্য হচ্ছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তিস্তার চরাঞ্চলে ১৭৫ হেক্টরে বাদাম, ২০ হেক্টরে পাট, ৩ হেক্টরে মরিচ এবং ৫ হেক্টরে শাক-সবজির চাষ হয়েছে। পানি দ্রুত না নামলে এসব ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।
উলিপুর উপজেলায় ৩৬৫ হেক্টরের বেশি জমিতে বাদাম চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন জানান, ক্ষতির আশঙ্কায় চাষিদের দ্রুত ফসল সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রণোদনা ব্যবস্থা হলে তা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীগুলোর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে এবং বড় ধরনের বন্যার আশঙ্কা আপাতত নেই।