দক্ষিণ ভারতের সুপারস্টার সুরিয়ার নতুন সিনেমা ‘রেট্রো’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। ১ মে মুক্তিপ্রাপ্ত এই রোমান্টিক অ্যাকশনধর্মী ছবিটি মুক্তির চার দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে ৭০ কোটি ৯১ লাখ রুপি। এই সাফল্যের মাধ্যমে ‘রেট্রো’ স্থান করে নিয়েছে সুরিয়ার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের ১০টি সিনেমার তালিকায়, এবং ছাড়িয়ে গেছে ২০১৯ সালের ব্যবসাসফল ছবি ‘কাপ্পান’-এর আয়ের রেকর্ডকে (৬৮.৫০ কোটি রুপি)।
ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা কার্তিক সুব্বারাজ। এতে সুরিয়ার বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগদে। যদিও দর্শকদের কাছ থেকে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, তবে বক্স অফিসে এটি সুস্পষ্টভাবে ইতিবাচক ফলাফল দেখিয়েছে।
ভারতে প্রথম দিনেই ‘রেট্রো’ আয় করে ১৯.২৫ কোটি রুপি (নেট)। দ্বিতীয় দিনে আয় কমে দাঁড়ায় ৭.৭৫ কোটিতে। তৃতীয় ও চতুর্থ দিনে যথাক্রমে ৮ কোটি ও ৮.১৫ কোটি রুপি আয় করে ছবিটি। ফলে ভারতের মোট নেট আয় দাঁড়ায় ৪৩.১৫ কোটি রুপি এবং গ্রস আয় ৫০.৯১ কোটি রুপি।
আন্তর্জাতিক বাজার থেকে ‘রেট্রো’ আয় করেছে আনুমানিক ২০ কোটি রুপি। সব মিলিয়ে ছবিটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৭০.৯১ কোটি রুপি। এই সাফল্যের মধ্য দিয়ে ‘রেট্রো’ এখন সুরিয়ার ক্যারিয়ারের অন্যতম সেরা ব্যবসাসফল চলচ্চিত্রে পরিণত হয়েছে।