দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা শুধু তার অভিনয় দিয়েই নয়, ব্যক্তিগত উপলব্ধিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে বারবার মন জয় করেছেন। সম্প্রতি এক ইনস্টাগ্রাম ভক্ত তাকে প্রশ্ন করেন, “যখন জীবনের সময় খুব কঠিন হয়ে পড়ে, তখন কীভাবে সামাল দেওয়া উচিত?”
রাশমিকার উত্তর ছিল সহজ, তবে গভীর, “নিজের চারপাশে শুধু সেই মানুষদের রাখো, যাদের তুমি ভরসা করো। যারা তোমার ওপর বিশ্বাস রাখে, তাদের সঙ্গে থাকো। তাহলেই জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। আর পরে তুমি নিজেই এই সিদ্ধান্ত নিয়ে গর্ব করবে।”
তার এই জীবনঘনিষ্ঠ কথাগুলো দ্রুতই ভাইরাল হয়, অনেকে মন্তব্য করেন যে কঠিন সময়ে সত্যিকারের আপনজনই সবচেয়ে বড় শক্তি। এক ভক্ত জানতে চান, তিনি কি এসব সময় পরিবারের সঙ্গেই থাকেন? উত্তরে রাশমিকা জানান, “জীবনের এসব মুহূর্তে পরিবারের গুরুত্ব অনেক।” তিনি আরও বলেন, “আমি কখনো ভাবিনি অভিনেত্রী হব। ছোটবেলায় অভিনয় নিয়ে কোনো স্বপ্নই ছিল না। কিন্তু আজ যখন পিছনে তাকাই, বুঝি এই পথটাই আমার জীবন পাল্টে দিয়েছে।”
এই উন্মুক্ত ও আন্তরিক মনোভাবের জন্য রাশমিকা তার অনুরাগীদের কাছে একজন বাস্তবিক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।