Ridge Bangla

জীবনের অন্ধকার সময়ের কথা জানালেন রাশমিকা মান্দানা

দক্ষিণ ভারত থেকে বলিউড পর্যন্ত জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী রাশমিকা মান্দানা আজ প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে পরিচিত। হিট সিনেমা ও প্রাণবন্ত অভিনয়ে ভক্তদের মন জয় করলেও, এই সাফল্যের পেছনে রয়েছে অনেক কঠিন সময়ের লড়াই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

এক ভক্ত এক্স (সাবেক টুইটার)–এ রাশমিকাকে প্রশ্ন করেন, “আপনি কী করেন যখন জীবনের খারাপ সময় আসে? যখন সবকিছু ভুল হচ্ছে, বাঁচার ইচ্ছেটাও হারিয়ে যাচ্ছে তখন কীভাবে নিজেকে সামলান?” জবাবে রাশমিকা লেখেন, “আমি নিজেও জীবনের একেবারে নিচে নেমে গিয়েছিলাম। তখন নিজেকে শুধু বলেছি, নিশ্বাস নাও। আশেপাশে ভালো মানুষ রাখো, যাদের বিশ্বাস করো। মনে রেখো, এই সময়ও কেটে যাবে। ধৈর্য রাখো, একদিন সব ঠিক হবে। তখন নিজেকে নিয়ে গর্ব হবে, কারণ তুমি সেই সময়টা পেরিয়ে এসেছো।”

রাশমিকার এই খোলামেলা ও সাহসী স্বীকারোক্তি সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। অনেকেই তার মনোবল ও ইতিবাচক বার্তার প্রশংসা করেছেন।

এদিকে, রাশমিকার শেয়ার করা শাড়ি পরা একটি ছবি ঘিরে শুরু হয়েছে গুঞ্জন। ভক্তদের ধারণা, ছবিটি অভিনেতা বিজয় দেবরাকোন্ডার বাড়িতে তোলা এবং শাড়িটি বিজয়ের মায়ের উপহার। যদিও এ বিষয়ে রাশমিকা বা বিজয় কেউই আনুষ্ঠানিক কিছু বলেননি।

রাশমিকাকে শিগগিরই দেখা যাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কুবেরা’-তে, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন ধানুশ ও নাগার্জুনা আক্কিনেনি। ছবিটি আগামী জুনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন