সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা নদীতে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের একটি বিরল প্রজাতির বাগাড় মাছ। বুধবার সন্ধ্যায় উপজেলার সদর সংলগ্ন সাইডিং ঘাট এলাকায় শরিফপুর গ্রামের জেলে কেরাম উদ্দিনের জালে বিশাল আকৃতির মাছটি ওঠে। মাছটি বাজারে আনতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন এবং অনেকে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন। প্রথমে কেরাম উদ্দিন মাছটির দাম হাঁকান ৫০ হাজার টাকা। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী সলিম উদ্দিন, বাতির নূর ও মনির আহমেদ যৌথভাবে ৪৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। ব্যবসায়ীরা জানান, মাছটি ঢাকায় পাঠানো হবে।
ব্যবসায়ী সলিম উদ্দিন বলেন, “সাইডিং ঘাট এলাকার নদীটি গভীর হওয়ায় মাঝে মাঝে বড় বাগাড় মাছ ধরা পড়ে। তবে এত বড় মাছ আগে কখনো দেখা যায়নি।”
অন্যদিকে পরিবেশবিদদের মতে, বিষয়টি উদ্বেগজনক। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (IUCN)-এর তালিকায় বাগাড় মাছকে ‘মহাবিপন্ন’ প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এই প্রজাতির মাছ ধরা ও বিক্রি আইনত দণ্ডনীয়।
বিশেষজ্ঞরা বলছেন, নদী ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এমন মহাবিপন্ন প্রজাতির মাছ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।