Ridge Bangla

পুলিশকে ফাঁকি দিয়ে কক্সবাজারে যুবলীগের ঝটিকা মিছিল

কক্সবাজার শহরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঝটিকা মিছিল করেছে যুবলীগের একদল নেতাকর্মী। জেলা যুবলীগ নেতা মুনাফ শিকদারের নেতৃত্বে মঙ্গলবার (৬ মে) ভোর ৬টার দিকে শহরের ডলফিন মোড় থেকে সুগন্ধা পর্যন্ত হঠাৎ এই মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা হঠাৎ করে ডলফিন মোড়ে অবস্থান নেয় মুনাফ শিকদারের নেতৃত্বে ৩০-৪০ জন যুবলীগ কর্মী। তারা একটি ব্যানার নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার দাবিতে ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুগন্ধা পয়েন্টে গিয়ে থামে। সেখানে প্রায় সাত মিনিট ধরে চলে মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ। বক্তব্য রাখেন মুনাফ শিকদার নিজেই। পরে রাস্তায় সাধারণ মানুষের আনাগোনা বাড়তে থাকলে তারা দ্রুত এলাকা ত্যাগ করে।

এই ঝটিকা মিছিলকে কেন্দ্র করে কক্সবাজার শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, পুলিশের নজরদারির ঘাটতির কারণেই এমন দুঃসাহস দেখাতে পেরেছে যুবলীগ নেতাকর্মীরা। এর আগেও মুনাফ শিকদার শেখ হাসিনার পক্ষে লিফলেট বিতরণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, মিছিলটি যখন হয়, তখন টহল পুলিশ থানায় ফিরছিল। এই সুযোগে মিছিলটি করা হয়েছে। মুনাফ শিকদারসহ যারা এতে অংশ নিয়েছেন, তাদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন