দুবাই থেকে ভারতে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া কন্নড় অভিনেত্রী রান্যা রাও অর্থনৈতিক অপরাধ সংশ্লিষ্ট এক মামলায় জামিন পেয়েছেন। দুই লাখ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে বিশেষ আদালত তার জামিন মঞ্জুর করলেও এখনই মুক্তি পাচ্ছেন না তিনি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রান্যার বিরুদ্ধে ‘বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইন’ (COFEPOSA)-এর অধীনেও একটি মামলা রয়েছে, যেখানে তিনি এখনও জামিন পাননি। ফলে ওই মামলার কারণে আপাতত তাকে জেলেই থাকতে হচ্ছে। আদালত আরও জানায়, ভবিষ্যতে জামিনে মুক্তি পেলেও রান্যা রাও দেশ ত্যাগ করতে পারবেন না।
গত ৩ মার্চ বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে রান্যা রাওকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২ কোটি ৬৭ লাখ টাকা নগদ এবং প্রায় ২ কোটি টাকার সোনা উদ্ধার করা হয়। এসব সম্পদের কোনো বৈধ উৎস দেখাতে পারেননি তিনি।
দুবাই কাস্টমস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে রান্যা সোনা কিনেছেন বলে জানান এবং জেনেভায় যাওয়ার কথা বললেও তিনি আসলে সোনা নিয়ে ভারতে ফিরে আসেন।
উল্লেখ্য, রান্যা ২০১৪ সালে সুপারস্টার সুদীপের বিপরীতে ‘মানিক্য’ সিনেমায় অভিনয় করে কন্নড় চলচ্চিত্রে পরিচিতি লাভ করেন।