Ridge Bangla

দক্ষিণী সিনেমা দিয়ে যাত্রা, পরে বলিউডে জনপ্রিয়তার শীর্ষে রঙ্গনাথন মাধবন

দক্ষিণী সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও পরে বলিউডেও ব্যাপক জনপ্রিয়তা পান গুণী অভিনেতা রঙ্গনাথন মাধবন। বহু বছর ধরে দক্ষিণ ভারত ও বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই সমান দক্ষতায় অভিনয় করে দর্শকদের মন জয় করে চলেছেন তিনি।

ক্যারিয়ারের শুরুটা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে হলেও মাধবন কখনো নিজেকে কোনো নির্দিষ্ট অঞ্চলের গণ্ডিতে আটকে রাখেননি। একের পর এক বলিউডের দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং নিজের অভিনয়ের মুন্সিয়ানায় আলাদা জায়গা তৈরি করেছেন।

শুধু অভিনয়েই থেমে থাকেননি মাধবন। সিনেমা প্রযোজনা এবং পরিচালনার দিকেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন। তার পরিচালিত এবং অভিনীত সিনেমা ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সেই প্রমাণই দিয়েছে।

‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমাটি তামিল, হিন্দি, তেলেগু, মালায়ালাম ও কন্নড়—মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছিল। এই সিনেমায় ভারতীয় মহাকাশ বিজ্ঞানী নাম্বি নারায়ণনের জীবনের গল্প তুলে ধরা হয়।

মাধবন এক সাক্ষাৎকারে বলেছিলেন, “নাম্বি স্যারের জীবনের সংগ্রাম আর অবিচারের গল্প আমাকে এতটাই নাড়া দিয়েছিল, যে আমি নিজেই তার জীবনভিত্তিক সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিই।”

সিনেমাটি মুক্তির পর সমালোচক ও দর্শক, দুই পক্ষ থেকেই প্রশংসিত হয়। ২৫ কোটি রুপি বাজেটে নির্মিত ‘রকেট্রি’ সিনেমাটি বক্স অফিসে ৫০ কোটি রুপিরও বেশি আয় করে। শুধু বক্স অফিস সাফল্য নয়, সিনেমাটির মানবিক গল্প এবং মাধবনের চমৎকার অভিনয়ও আলাদা করে নজর কাড়ে।

সব মিলিয়ে বলা যায়, রঙ্গনাথন মাধবন এখন শুধু দক্ষিণী সিনেমার নয়, গোটা ভারতের গর্ব। একাধারে অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠা করেছেন তিনি।

আরো পড়ুন