তামিল সুপারস্টার রজনীকান্ত তার ১৭১তম চলচ্চিত্র ‘কুলি’ নিয়ে বড় পর্দায় ফিরছেন চলতি বছরের ১৪ আগস্ট। ছবিটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা লোকেশ কানাগারাজ। এটি তামিল ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত ও উচ্চ বাজেটের সিনেমা হিসেবে ইতিমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
ঠিক একই দিনে মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত ‘ওয়ার ২’, যেখানে মুখোমুখি হবেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানি। ফলে ১৪ আগস্ট ভারতের বক্স অফিসে রজনীকান্ত বনাম স্পাই ইউনিভার্স—এক অভূতপূর্ব সংঘর্ষের মঞ্চ তৈরি হতে যাচ্ছে।
‘কুলি’ সিনেমায় রজনীকান্তের পাশাপাশি থাকছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা নাগার্জুন, বলিউডের আমির খান, কন্নড় সুপারস্টার উপেন্দ্র এবং পূজা হেগড়ে। বিশাল তারকাবহুল এই প্রজেক্টের বাজেটও তাক লাগানোর মতো। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, রজনীকান্ত একাই এই ছবির জন্য নিয়েছেন ১৫০ কোটি রুপি পারিশ্রমিক, যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সর্বোচ্চ।
একদিকে রজনীকান্তের অমর ক্যারিশমা ও দক্ষিণী স্টার পাওয়ার, অন্যদিকে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের অ্যাকশন-প্যাকড ‘ওয়ার ২’—সবমিলিয়ে স্বাধীনতা দিবসের আগের দিন ভারতীয় সিনেমায় হতে চলেছে এক বড়সড় টক্কর। কে বাজিমাত করবেন, তা সময়ই বলে দেবে। তবে এটা নিশ্চিত, ১৪ আগস্ট হতে চলেছে বছরের অন্যতম বড় সিনেম্যাটিক ইভেন্ট।