পবিত্র ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে জমে উঠেছে বেচাকেনা। তবে বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে হাটে ক্রেতার সংখ্যা কমে গেছে। এতে বিক্রি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন পশু বিক্রেতারা।
রাজধানীর উত্তর শাহজাহানপুর, তেজগাঁও ও মেরুল বাড্ডার হাট ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে অনেক জায়গায় কাদা জমেছে। যদিও হাট কর্তৃপক্ষ ছাউনি টানিয়ে ও পশু রাখার জায়গা উঁচু করে ব্যবস্থা নিয়েছে। এছাড়া জাল নোট শনাক্তে ব্যাংক বুথও বসানো হয়েছে।
ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে ক্রেতার উপস্থিতি কম এবং ক্রেতারা দাম বলছেন প্রত্যাশার চেয়ে কম। চুয়াডাঙ্গা থেকে গরু নিয়ে আসা মনির বলেন, “২৬টি গরু এনেছিলাম, ১৫টি বিক্রি হয়েছে। বড় গরুর চাহিদা কম, মাঝারি ও ছোট গরু দ্রুত বিক্রি হয়ে গেছে।”
সিরাজগঞ্জের ফজল আহমেদ বলেন, “বৃষ্টির কারণে ক্রেতা কম, ফলে দামও ভালো পাওয়া যাচ্ছে না।”
তবে কেউ কেউ মনে করছেন, শেষ মুহূর্তে ভালো দরেই গরু কিনতে পারছেন। দক্ষিণ বনশ্রী থেকে আসা আমিনুর রহমান বলেন, “৮২ হাজার টাকায় গরু কিনেছি, দাম ও গরু দুটোতেই আমি সন্তুষ্ট।”
ব্যবসায়ীরা বলছেন, শুক্রবার (৬ জুন) আবহাওয়া ভালো থাকলে হাটে আবারও ক্রেতা ভিড় বাড়বে।