Ridge Bangla

অবশেষে স্বস্তির বৃষ্টি

বৈশাখ প্রায় শেষের দিকে হলেও দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলছিল না। টানা তীব্র তাপপ্রবাহে রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় জনজীবন হয়ে উঠেছিল অত্যন্ত দুর্বিষহ। অবশেষে বুধবার (১৪ মে) দুপুরের পর শুরু হওয়া ঝুম বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে।

আবহাওয়া অধিদপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল যে দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে ঢাকা, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী এসব এলাকায় শুরু হয় দমকা হাওয়া ও বজ্রসহ ভারী বৃষ্টি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা ছিল। সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বজ্রপাতের সময় নিরাপদে থাকার জন্য অন্তত শেষ বজ্রের শব্দ শোনার ৩০ মিনিট পর পর্যন্ত ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃষ্টির ফলে যেমন গরমের তীব্রতা অনেকটা কমেছে, তেমনি কৃষিকাজেও এসেছে স্বস্তি। অনেক কৃষক জানিয়েছেন, এই বৃষ্টিতে জমি চাষের উপযোগী হচ্ছে, যা রবি ফসলের জন্য উপকারী হবে বলে আশা করছেন তারা।

আরো পড়ুন