অজয় দেবগন অভিনীত ‘রেইড-২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখিয়ে চলেছে। গত ১ মে মুক্তি পাওয়া ছবিটি মুক্তির দ্বিতীয় শনিবারেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে। এরপর থেকেই ধারাবাহিকভাবে আয়ের গতি বজায় রেখেছে এবং মুক্তির ১১তম দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১২০.৭৫ কোটি রুপিতে।
ট্রেড অ্যানালিটিক ফার্ম স্যাকনিল্কের তথ্যমতে, ‘রেইড-২’ মুক্তির ১১তম দিনে আয় করেছে আনুমানিক ১১.৭৫ কোটি রুপি। অর্থাৎ দ্বিতীয় রোববারে ছবিটির আয় তুলনামূলকভাবে আরও বেড়েছে, যা এর জনপ্রিয়তার প্রমাণ।
রেইড-২ বক্স অফিস পারফরম্যান্স (১–১১ মে):
-
১ মে (প্রথম বৃহস্পতিবার): ১৯.২৫ কোটি রুপি
-
২ মে (শুক্রবার): ১২ কোটি রুপি
-
৩ মে (শনিবার): ১৮ কোটি রুপি
-
৪ মে (রোববার): ২২ কোটি রুপি
-
৫ মে (সোমবার): ৭.৫ কোটি রুপি
-
৬ মে (মঙ্গলবার): ৭ কোটি রুপি
-
৭ মে (বুধবার): ৪.৭৫ কোটি রুপি
-
৮ মে (বৃহস্পতিবার): ৫.১৫ কোটি রুপি
-
৯ মে (দ্বিতীয় শুক্রবার): ৫ কোটি রুপি
-
১০ মে (দ্বিতীয় শনিবার): ৮.২৫ কোটি রুপি
-
১১ মে (দ্বিতীয় রোববার): ১১.৭৫ কোটি রুপি
রাজ কুমার গুপ্ত পরিচালিত এবং অজয় দেবগন ও রীতেশ দেশমুখ অভিনীত এই থ্রিলার সিনেমাটি দ্বিতীয় সপ্তাহান্তেও বক্স অফিসে শক্ত অবস্থানে রয়েছে। দর্শকদের ভালো সাড়া ও ছুটির দিনগুলোয় বাড়তি দর্শকপ্রবাহের কারণে ছবিটির আয়ের গতি বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।