Ridge Bangla

রবীন্দ্রনাথের ‘দেনাপাওনা’ এবার বড় পর্দায়, ইমন-দীঘির নতুন জুটি

রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনাপাওনা’ এবার রূপ নিচ্ছে বড় পর্দায়। সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে এই বিশেষ সিনেমা, যার পরিচালনায় থাকছেন সাদেক সিদ্দিকী।

সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন প্রার্থনা ফারদিন দীঘি এবং মামনুন ইমন, যারা এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধছেন।

সিনেমাটি নিয়ে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, “রবীন্দ্রনাথের এই চিরন্তন গল্পটিকে বড় পর্দায় জীবন্ত করে তুলতে আমরা খুব যত্ন নিয়ে কাজ করছি।”

চরিত্রের কথা বলতে গেলে, ইমনকে দেখা যাবে এক জমিদার পরিবারের সন্তান হিসেবে, যিনি কলকাতায় কর্মরত একজন ম্যাজিস্ট্রেট। অন্যদিকে, দীঘি অভিনয় করছেন নিরুপমার চরিত্রে, গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যার জীবনে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা।

গল্পের মূল বাঁক আসে যখন নিরুপমার বিয়েতে পণ দিতে না পারায় তার বাবা সমাজের চাপে আত্মহত্যা করেন। এরপর শুরু হয় নিরুপমার জীবনের করুণ বাস্তবতার অধ্যায়। সিনেমার প্রতিটি মুহূর্তই দর্শককে ছুঁয়ে যাবে বলে আশা করছেন নির্মাতারা। চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দিন।

ইমন ও দীঘির পাশাপাশি সিনেমাটিতে আরও দেখা যাবে মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি এবং সাব্বিরসহ একঝাঁক অভিনয়শিল্পীকে।

প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে গিয়ে দীঘি বলেন, “ইমনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। উনি খুব হেল্পফুল এবং সিনিয়র হিসেবে সবসময় গাইড করছেন।” অন্যদিকে ইমন বলেন, “দীঘির মধ্যে ভীষণ পরিশ্রমের মনোভাব আছে। আমাদের দুজনের চরিত্রের টানাপড়েন গল্পে দারুণ একটা আবেগ যোগ করবে।” সব মিলিয়ে, সাহিত্যপ্রেমী দর্শকরা একটি হৃদয় ছুঁয়ে যাওয়া চলচ্চিত্রের অপেক্ষায় থাকতে পারেন।

আরো পড়ুন