Ridge Bangla

কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত

গাইবান্ধার সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (র‍্যাব-১৩, কনস্টেবল) নামে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। রবিবার (১১ মে) রাতে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সোমবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার। নিহত আবু বক্কর সিদ্দিক কুষ্টিয়া জেলার বাসিন্দা ছিলেন এবং গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফিরছিলেন আবু বক্কর। পথিমধ্যে সাহার বাজার এলাকায় হঠাৎ প্রবল কালবৈশাখী ঝড় শুরু হলে একটি গাছের ডাল ভেঙে তাদের মোটরসাইকেলের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় সঙ্গে থাকা অপর র‍্যাব সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।

ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, “কালবৈশাখী ঝড়ে পড়ে যাওয়া গাছের ডালের আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।”

আরো পড়ুন