Ridge Bangla

পর্দায় বিচারক হয়ে ফিরলেন পূর্ণিমা

দিলারা হানিফ পূর্ণিমা, অভিনয়ে অনিয়মিত হলেও তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। বিশেষ করে তার সৌন্দর্য ও সাবলীল অভিনয়ের জন্য এখনও দর্শকমহলে সমাদৃত। যদিও দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি, কবে ফিরবেন অভিনয়ের মাঠে, সেটাও এখনো নিশ্চিত নয়। তবে এবার ভিন্ন একটি ভূমিকা নিয়ে পর্দায় হাজির হয়েছেন পূর্ণিমা।

মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিচারক হিসেবে তিনি ফিরেছেন টিভি পর্দায়। কয়েক মাস ধরে চলা এই অনুষ্ঠানের স্টুডিও রাউন্ডে যুক্ত হয়েছেন পূর্ণিমা। এখানে দেশসেরা রন্ধনশিল্পীদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই চলছে, আর সেই লড়াইয়ের অন্যতম বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এই অভিজ্ঞতা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, “এর আগে নানা অনুষ্ঠানে বিচারক হয়েছি, তবে রান্নাবিষয়ক অনুষ্ঠানে বিচারক হয়ে আলাদা আনন্দ পাচ্ছি। প্রতিযোগীরা দারুণভাবে নিজেদের প্রতিভা প্রকাশ করছেন। আশা করি, এখান থেকেই প্রতিভাবান রন্ধনশিল্পীরা উঠে আসবে।”

উল্লেখ্য, পূর্ণিমার অভিনীত দুটি সিনেমা — ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ এখনও নির্মাণাধীন রয়েছে। তবে এসব ছবির নির্মাণ কাজ কবে শেষ হবে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

আরো পড়ুন