সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিসিএস কার্যক্রমে গতি আনতে রোডম্যাপ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার (৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এই রোডম্যাপ প্রকাশ করেন।
তিনি জানান, ২০২৫ সালজুড়ে পাঁচটি বিসিএস প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে সময়বদ্ধ পরিকল্পনা গ্রহণ করেছে পিএসসি। এই রোডম্যাপের আওতায় ৪৪তম, ৪৫তম এবং ৪৮তম বিসিএস-এর চূড়ান্ত ফলাফল যথাক্রমে ৩০ জুন, ১০ ডিসেম্বর এবং ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
৪৫তম বিসিএসের লিখিত ফল প্রকাশ করা হবে ১৯ জুন এবং একই দিনে মৌখিক পরীক্ষার সময়সূচি জানানো হবে। তবে যারা ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় ৪৬তম বিসিএস লিখিত বা ৪৭তম বিসিএস প্রিলিমিনারিতে অংশ নেবেন, তাদের সাক্ষাৎকার এক মাস আগে বা পরে গ্রহণ করা হবে।
সরকারি চিকিৎসক সংকট মোকাবেলায় সর্বাধিক গুরুত্ব পাচ্ছে ৪৮তম বিসিএস (বিশেষ)। এই বিসিএসের গেজেট প্রকাশ হয় ২৭ মে এবং ২৯ মে বিজ্ঞপ্তি জারি করা হয়। এর MCQ ভিত্তিক লিখিত পরীক্ষা হবে ১৮ জুলাই এবং ফল প্রকাশ ২১ জুলাই। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২২ সেপ্টেম্বর।
এছাড়া ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ নভেম্বর থেকে।
পিএসসি জানিয়েছে, নিয়মিত বিসিএস পরীক্ষাগুলোর ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের দুই মাসের মধ্যে প্রিলিমিনারি এবং প্রিলিমিনারির দুই মাস পর লিখিত পরীক্ষা আয়োজন করা হবে। তবে অনিবার্য পরিস্থিতিতে তারিখ কিছুটা পরিবর্তন হতে পারে।
কমিশন এই রোডম্যাপ বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছে পিএসসি।