৪৬তম বিসিএস লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে, যাতে তারা সহজে আসন ও কক্ষ শনাক্ত করতে পারেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার হলে বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক বা প্রোগ্রামেবল ক্যালকুলেটরসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ডের অনুরূপ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে তা বাজেয়াপ্ত করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। ভবিষ্যতের সব সরকারি নিয়োগ পরীক্ষায় তাকে অযোগ্য ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
পরীক্ষা হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে নিষিদ্ধ সামগ্রীর তল্লাশি করা হবে। পরীক্ষার্থীদের কানের ওপরে কোনো আবরণ রাখা যাবে না। কানে হিয়ারিং এইড ব্যবহার করতে হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ কমিশনের পূর্বানুমতি নিতে হবে।
প্রার্থীদের মোবাইলে একটি এসএমএস পাঠানো হবে, যাতে নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনতে বিশেষভাবে সতর্ক করা হবে। পরীক্ষার দিন এসএমএসে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার হলে যদি কোনো প্রার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া যায়, তাহলে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি ভঙ্গের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩-এর ধারা ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুযায়ী অপরাধ সংঘটন বা সহায়তার জন্য তিনি সংশ্লিষ্ট ধারায় বর্ণিত দণ্ডে দণ্ডিত হবেন।
উল্লেখ্য, আগামী ৮ থেকে ১৯ মে পর্যন্ত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।