Ridge Bangla

ইশরাককে মেয়র হিসেবে শপথের দাবিতে টানা বিক্ষোভ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে তার সমর্থকরা টানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বুধবার (২১ মে) রাতভর অবস্থানের পর বৃহস্পতিবার (২২ মে) সকালেও রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে তাদের অবস্থান বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বিক্ষোভকারীরা ‘ইশরাককে মেয়রের দায়িত্ব দাও’, ‘দফা এক, দাবি এক’, ‘শপথে বিলম্ব মানা হবে না’ ইত্যাদি স্লোগানে রাজপথ মুখর করে তুলেছেন। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই সড়ক ছেড়ে যাবেন না।

এই বিক্ষোভ ও অবরোধের কারণে কাকরাইল মোড় থেকে সুপ্রিম কোর্টের সামনের সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে আশপাশের এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। এমনকি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’-তে যাওয়ার পথও অবরোধের আওতায় পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বিক্ষোভকারীরা দাবি করছেন, ১৪ মে থেকে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে তারা নগর ভবন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফটকে তালা দিয়েছেন, যার ফলে সংশ্লিষ্ট সেবা ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

তারা দ্রুত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন এবং সরকারের প্রতি এই বিষয়টি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন