আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী ও সাধারণ জনগণ। শুক্রবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আন্দোলনকারীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
পরে তারা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। এতে সাইনবোর্ড থেকে মদনপুর পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত আন্দোলনকারীরা সড়কে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন, আর যানজট সময়ের সঙ্গে সঙ্গে আরও ভয়াবহ আকার ধারণ করছিল।
শিক্ষার্থীদের কণ্ঠে শোনা গেছে নানা স্লোগান:
-
“একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”
-
“দফা এক, দাবি এক—লীগ নট কাম ব্যাক”
-
“যদি তবে কিন্তু নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই”
সংশ্লিষ্ট প্রশাসন এখনো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে জানা গেছে। আন্দোলনকারীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান জানাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এই অবরোধে মহাসড়কে চলাচলরত যানবাহনের চালক, যাত্রী এবং পরিবহন মালিক-শ্রমিকরা মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েছেন।