Ridge Bangla

শেরপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকদের মুখে হাসি

শেরপুরের নকলা উপজেলায় চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সময়োপযোগী উদ্যোগে কৃষকরা এবার আগ্রহভরে বোরো ধান চাষ করেছেন। ইতোমধ্যে অনেক কৃষক মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর নকলায় ১২ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৮১০ হেক্টরে হাইব্রিড জাত এবং ২ হাজার ৬১৫ হেক্টরে উফশী জাতের ধান চাষ হয়েছে। কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে উৎপাদিত ধানের বাজারমূল্য ২০০ কোটি টাকারও বেশি হতে পারে বলে আশা করা হচ্ছে। এ ধান থেকে প্রায় ৫০৩ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, এবারের অনুকূল আবহাওয়ার কারণে ধানের ফলন ভালো হয়েছে এবং বাজারে মূল্যও সন্তোষজনক থাকায় কৃষকরা সন্তুষ্ট। রাজস্ব খাতসহ বিভিন্ন প্রকল্পের আওতায় বেশ কিছু প্রদর্শনী প্লটে উন্নত জাতের বোরো ধান চাষ করা হয়েছে, যার ফলে ভালো ফলনের পাশাপাশি উন্নত মানের বীজ উৎপাদনের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা জানান, পতিত জমিকে চাষের আওতায় আনতে কৃষকদের উৎসাহিত করা হয়েছে। এর ফলে ভূরদী, বাউশা, কবুতরমারীসহ বিভিন্ন ব্লকের কৃষকরা পতিত জমিতে ধান চাষ করেছেন এবং এসব জমিতে অন্য জমির তুলনায় বেশি ফলন মিলছে।

উপজেলায় মোট ৩২ হাজার ৪৫টি কৃষি পরিবার রয়েছে, যারা ৭৬ হাজার ৯০০ একর জমিতে চাষাবাদ করেন। এর মধ্যে নিট ফসলি জমির পরিমাণ ৩৬ হাজার ২৫০ একর। কৃষি বিভাগ মনে করছে, এই সাফল্য দেশের কৃষি অর্থনীতিকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

আরো পড়ুন