চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মজিবর রহমান (৬৫) নামের এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর কক্ষে মারা যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাঁকে ২৯ এপ্রিল ঢাকা মেডিকেলে নিয়ে আসে এবং ভর্তি করে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়।
মজিবর রহমান কোন মামলায় কারাবন্দী ছিলেন, তা জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।