পবিত্র হজ পালনকে আরও সহজ ও নিরাপদ করতে হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ নামে বিশেষ একটি মোবাইল অ্যাপ চালু করছে সরকার। আগামীকাল সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাসভবন যমুনা থেকে অ্যাপটি উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে চালু হবে হজ প্রিপেইড কার্ড ও মোবাইল রোমিং সুবিধাও।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীরা প্রায়ই হারিয়ে যাওয়া, অসুস্থতা বা অন্যান্য সমস্যায় পড়েন। এসব সমস্যা সমাধানে ‘লাব্বাইক’ অ্যাপে এসওএস বাটন রাখা হয়েছে, যা ক্লিক করলে সহায়তা টিম দ্রুত পৌঁছে যাবে।
অ্যাপে আরও থাকবে গুগল ম্যাপের মাধ্যমে অবস্থান ট্র্যাকিং, নামাজের সময়সূচি, আবহাওয়ার পূর্বাভাস, ফ্লাইট তথ্য, আবাসন ও হোটেল সংক্রান্ত সব প্রয়োজনীয় তথ্য।
এই অ্যাপটির মাধ্যমে হজযাত্রীর পরিবারও তাঁর অবস্থান জানতে পারবে। অ্যাপে আরও যুক্ত করা হয়েছে মিনা ও আরাফার তাবুর লোকেশন, স্বাস্থ্য সহায়তা, কুরআন-হাদিস লাইব্রেরি, কিবলা নির্দেশনা, ডিজিটাল তাসবিহ, কোরবানির কুপন সংগ্রহকেন্দ্রের তালিকা এবং হজ এজেন্সির তথ্য।
‘লাব্বাইক’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সহজেই রেজিস্ট্রেশন করা যাবে।
চলতি বছরে বাংলাদেশ থেকে ৮৭,১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন এবং হজ ফ্লাইট শুরু হবে ২৯ এপ্রিল থেকে।