জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত থাকায় তিনি ছিলেন একপ্রকার অঘোষিত বিরতিতে। তবে এবার সেই বিরতি ভেঙে ফের পর্দায় ফিরছেন তিনি। আসন্ন ঈদুল আজহায় একাধিক নাটকে দেখা যাবে প্রভাকে, যার বেশিরভাগেই তার সহশিল্পী হিসেবে থাকছেন নতুন প্রজন্মের তরুণ অভিনেতারা।
প্রভা বলেন, “এই সময়ের তরুণ অভিনয়শিল্পীদের একটা নিজস্ব দর্শকগোষ্ঠী আছে। তারা দর্শকদের পছন্দ বুঝে কাজ করেন। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দবোধ করি।”
সম্প্রতি তিনি শেষ করেছেন ‘বিয়েটা করেই ফেললাম’ নামের একটি নাটকের শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা যাহের আলভী। নাটকটি রচনা করেছেন জহির করিম এবং পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ ও সুব্রত মিত্র। নাটকটি ঈদ উপলক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।
নাটকের বিষয়বস্তু নিয়েও আশাবাদী প্রভা। তিনি বলেন, “এখনকার নাটকগুলোতে সময়ের চাহিদা অনুযায়ী বার্তা থাকে। এই নাটকটিও ব্যতিক্রম নয়। অনেক সময় দেখা যায়, পরিবার থেকে সন্তানের ওপর বিয়ের জন্য চাপ দেওয়া হয়—এখানেও এমন বার্তা রয়েছে। রোমান্টিক ও কমেডি হলেও এর গভীরে একটা সামাজিক বক্তব্য আছে।”
দর্শকদের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, “সবাই ফোন করে জানতে চাইতেন আমি আবার কবে অভিনয়ে ফিরছি। এখন থেকে নিয়মিত অভিনয়ে থাকব, দর্শকদের পছন্দের গল্পে কাজ করতে চাই।”
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রভা। সেখানে তিনি একটি বিউটি পার্লারে রূপসজ্জার ওপর একটি কোর্স সম্পন্ন করেন এবং সনদও অর্জন করেন।