Ridge Bangla

নিজেকে বদলাতে চান পরীমণি, ঝামেলা এড়িয়ে বাঁচতে চান শান্তিতে

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি প্রায়ই ব্যক্তিজীবনের নানা ঘটনা, প্রেম, বিয়ে, বিচ্ছেদ কিংবা হঠাৎ রাগের বহিঃপ্রকাশের কারণে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে এবার নিজেকে বদলে ফেলার ইচ্ছা প্রকাশ করেছেন এই তারকা।

সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমণি বলেন, “আর দশজন মানুষের মতো আমিও রাগ করি, কষ্ট পাই, অভিমান হয়। অনেক সময় হুট করে রিঅ্যাক্ট করে ফেলি, যা অনেকেই গ্রহণ করতে পারে না। সবাই ভাবে, নায়িকা হয়ে এসব মানায় না। কিন্তু আমিও তো মানুষ। তাই এখন ভাবছি এইসব থেকে নিজেকে একটু আড়াল করি।”

তবে তিনি বলেন, “বারবার চেষ্টা করেও নিজেকে আড়াল করতে পারি না। বরং ঝামেলাগুলো যেন আমাকে ঘিরেই ফেলে। আমি যত এড়াতে চাই, ততই ঝামেলা এসে জেঁকে বসে। এখন বিশ্বাস করি, সব ঝামেলা নিয়েই বাঁচতে হবে আমাকে।”

এই অনুষ্ঠানে ‘রঙিলা কিতাব’ সিনেমায় অভিনয়ের জন্য পরীমণি সেরা অভিনেত্রীর পুরস্কার (বিচারক বিভাগ) অর্জন করেছেন। একইসঙ্গে এই প্রজেক্টটি সেরা ওটিটি কন্টেন্ট হিসেবেও পুরস্কৃত হয়েছে।

পুরস্কার হাতে ছেলে পুণ্যকে সঙ্গে নিয়ে তোলা হাস্যোজ্জ্বল কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, “এই অর্জন আমি আমার দর্শকদের উৎসর্গ করছি। এটা আপনাদের।”

আরো পড়ুন