Ridge Bangla

রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশ সদস্য হুমায়ুন হত্যা মামলায় স্ত্রীসহ গ্রেপ্তার ৬

রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগের জলকামানচালক হুমায়ুন কবির হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সালমা বেগমসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাতে ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সালমা বেগম (৩২), ফজলে রাব্বি (২৩), মরিয়ম বেগম (৩৮), পলি বেগম (৩৫), মো. কায়েচ হাওলাদার (৩৪) এবং একজন কিশোর।

পুলিশ জানায়, সোমবার (২৯ এপ্রিল) সকালে দয়াগঞ্জের বটতলা এলাকায় একটি ভাড়া বাসার গেটের পাশে হুমায়ুন কবিরের মরদেহ পাওয়া যায়। তিনি সপরিবারে ওই বাসায় বসবাস করতেন। পরদিন তাঁর ভাই খোকন হাওলাদার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে উঠে আসে, হুমায়ুনের স্ত্রী সালমার সঙ্গে তাঁর আত্মীয় রাজীব হোসেনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা নিয়ে পারিবারিক কলহ চলছিল। গত ২৫ এপ্রিল একটি সালিশ বৈঠকের পর দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয়। এরপর রবিবার রাতে হুমায়ুন বাসায় ফেরার পর সালমা তাঁর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। গভীর রাতে হুমায়ুন অচেতন হয়ে পড়লে, রাত আড়াইটার দিকে অভিযুক্তরা তাঁকে হত্যা করে। তারা প্রথমে হাত-পা বেঁধে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।

তদন্তে আরো জানা যায়, ঘটনার পর রাতেই যাত্রাবাড়ী এলাকা থেকে সালমা ও মরিয়মকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী বরিশালে অভিযান চালিয়ে ফজলে রাব্বি, পলি, কায়েচ এবং এক কিশোরকে আটক করা হয়। হুমায়ুন কবিরের দুটি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ।

সালমা ও মরিয়ম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী পলাতক রাজীব হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন