সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় (৩০ এপ্রিল সকাল ৮টা থেকে ১ মে সকাল ৮টা পর্যন্ত) গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৩৭ জনকে। তাদের মধ্যে ৬৬৯ জন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪৬৮ জন অন্যান্য অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) পুলিশের সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। এতে একদিকে যেমন পলাতক আসামিদের গ্রেপ্তার করা হয়েছে, তেমনি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারেও সফলতা এসেছে।
অভিযানের সময় উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি, একটি গুলি, একটি গুলির খোসা, ৫ রাউন্ড কার্তুজ, ৫ রাউন্ড সিসা বুলেট এবং একটি ধারালো বার্মিজ চাকু। এসব অস্ত্র কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে ব্যবহার হতো, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এআইজি ইনামুল হক সাগর বলেন, “এই বিশেষ অভিযান নিয়মিতভাবে চলবে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
তিনি আরও জানান, অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য। কোনো ধরনের অপরাধ সম্পর্কিত তথ্য জানাতে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে, যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।
পুলিশের ধারাবাহিক অভিযান ও সক্রিয় ভূমিকাকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তারা মনে করছেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। ভবিষ্যতেও এমন অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।